• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

জাতীয়

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কেরাণীগঞ্জে আলোচনা সভা ও র‌্যালী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ জুলাই ২০২৩

মো. এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
র‌্যালী,মাছেরপোনা অবমুক্তি,আলোচনা সভা ও পুরস্কার বিতরনসহ নানা আয়োজনের মাধ্যমে সারা দেশের ন্যায় কেরাণীগঞ্জেও শুরু হয়েছে জাতীয় মৎস সপ্তাহ-২০২৩।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের দ্বিতীয় দিনে আজ ২৫ জুলাই মঙ্গলবার কেরাণীগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি সড়ক র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো.সেলিম রেজা,উপজেলা প্রকৌশলী কাজি মাহমুদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ফখরুল আশরাফ,কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক,উপজেলা তথ্যআপা নাজনিন নাহার প্রমুখ।
এ অনুষ্ঠানে উপজেলার মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪জন সফল মৎস খামারীকে জাতীয় মৎস্য পদক, ২০২৩ প্রদান করা হয়। এর আগে উপজেলার শাক্তা সরকারী উচ্চ বিদ্যালয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads